বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংক করা হবে। দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়া গত বছর শুরু হলেও ক্ষমতার পালাবদলের পর তা থমকে যায়। একীভূত করার প্রক্রিয়ায় ফেরার বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, ইসলামি ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশে একটি বড় ইসলামি ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামি ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার করা হবে। গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার প্রমুখ। গভর্নর বলেন, ‘একীভূত (মার্জার) করার ক্ষেত্রে দুর্বল প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। কোনো ব্যাংকের পর্ষদ যদি কাজ না করে তাহলে আমানতকারীদের স্বার্থেই সে ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে। ইসলামি ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সে বিষয় নিয়ে আমরা কাজ করছি।’ তিনি বলেন, সঠিক নিয়মের মধ্যে থেকে ব্যাংকিং কার্যক্রম চালাতে হবে-কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একদম স্পষ্ট করে বলা হয়েছে। গভর্নর বলেন, দেশ থেকে টাকা নিয়ে উধাও হয়ে নিরাপদ দেশে চলে যাওয়ার উপায় বন্ধ করার পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী করা হবে। ব্যাংকিং খাতে নানা রকম সংস্কার চলছে তুলে ধরে তিনি বলেন, পরবর্তী সময় যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, এ ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করা উচিত।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
আহসান এইচ মনসুর
ইসলামি ব্যাংকগুলো একীভূত করে হবে দুটি বড় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর