ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসায়ীদের ওপর এতে কোনো সন্দেহ নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজওয়ান রাহমান বলেন, এমনিতেই ব্যবসার খরচ বাড়ছে। মুল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু আগে যে হারে বেড়েছিল সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। ডলারের সংকট এখনো আছে। সংকটের ভয়াবহতা কিছুটা হয়তো কমেছে তার মানে এই না যে সমস্যার সমাধান হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে যদি সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করে তাহলে খরচ বাড়তে বাড়তে ব্যবসায়ীরা চারদিক থেকে আঘাত পাবে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। মানুষের ক্রয় ক্ষমতার ওপর একটা বোঝা হয়ে দাঁড়াবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসক্রিপশনে আমাদের কর-জিডিপির অনুপাত বাড়াতে হবে। কর কাঠামো উন্নয়ন বাদ দিয়ে কীভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হবে। শিল্পের গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো এখন আমাদের পণ্যের খরচ বাড়বে না কমবে? মূল্যবৃদ্ধি কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহনীয় পর্যায়ে দাঁড়াবে কি দাঁড়াবে না। এই প্রশ্ন কিন্তু ব্যবসায়ী সমাজের কাছে থেকে যাবে। এটা কিন্তু কোনোভাবেই আমাদের ক্রয় ক্ষমতা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুফল দেখা দেবে না। এ বিষয়ে আমরা সবাই এখন আতঙ্কিত। তিনি আরও বলেন, সরকার বিনিয়োগ সম্মেলন করার পরদিন গ্যাসের দাম বাড়ানোর মানে কি বিনিয়োগকারীদের সঙ্গে মশকরা? বিনিয়োগের আহ্বান জানাবেন আবার গ্যাসের দাম বাড়াবেন। এটা কীভাবে সম্ভব। বিনিয়োগকারীদের বললেন, এক রকম করলেন আরেক রকম। তাহলে কীভাবে হবে। বিদেশি বিনিয়োগকারীরা এখন বলতে পারেন আমরা ভিয়েতনাম চলে যেতাম।