বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, দীর্ঘ দিন ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে। সুদহার বৃদ্ধিসহ নানা কারণে দিনদিন ব্যবসায়ীদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এসব সমস্যার মধ্যেই সরকার শিল্পের গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের জন্য আত্মঘাতী বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, যে সময় আমাদের ব্যবসার প্রবৃদ্ধি নিয়ে চিন্তা করার কথা, সে সময় আমাদের সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
যেখানে পাকিস্তান তাদের শিল্পের অগ্রগতির জন্য গ্যাসের দাম ৩০ শতাংশ হ্রাস করেছে। সেখানে আমাদের সরকার দাম বৃদ্ধি করেছে। সরকারের এই সিদ্ধান্তে মনে হচ্ছে দেশে আর নতুন কোনো শিল্প গড়ে না উঠুক নতুন করে বিনিয়োগ না আসুক।