ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক আর্থিক সম্পর্ক গড়তে চায়। ভারত চায় গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্মুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ।’ আরেক প্রশ্নের জবাবে রণধীর বলেন, ‘এটা ঠিক যে ভারত সরকার গত সপ্তাহে ভারতের বন্দর থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানি বন্ধ করেছে। কিন্তু এও দেখা উচিত, আমাদের সিদ্ধান্তের আগে বাংলাদেশ কিছু সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষাপটে বিষয়টি দেখা উচিত।’ এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ সরকার ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দেওয়ার জন্য কি এ সিদ্ধান্ত?’ জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা বলেছি আমাদের ওপর চাপ ছিল। ভারতের বিমানবন্দরে ট্রাফিক সমস্যা দেখা দেওয়ায় ভারতের রপ্তানি ব্যাহত হচ্ছিল।’ তিনি আবারও স্পষ্ট করেন, ‘এর জন্য বাংলাদেশের নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে অসুবিধা হচ্ছে না।’
দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিষয়ে তিনি বলেন, ‘ভারত এ বিষয়ে নজর রেখে চলেছে। ভারতের ওয়াক্ফ আইনের বিরুদ্ধে বাংলাদেশের কিছু লোক প্রতিবাদ করছে এবং হাইকমিশন ঘেরাও করার হুমকি দিয়েছে। ওয়াক্ফ আইন ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। এ আইনের সংশোধন করে অনেক অন্তর্মুখী করা হয়েছে, যাতে উপকারীরা এর দ্বারা লাভবান হতে পারেন।’