আজীবন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিয়ে বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো হেলথ ফেয়ারের আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে ভাইটাল লাইফ সায়েন্টিফিক ওয়েলনেস সেন্টার এবং এসপারন্যান্স ক্লিনিক।
দেশের সবাইকে এই স্বাস্থ্যমেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছে বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল। প্রতিষ্ঠানটি বলছে, এই মেলা পরিদর্শনের মাধ্যমে বেসিক হেলথ স্ক্রিনিং থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা এবং জটিল চিকিৎসার অত্যাধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা মিলবে।
বামরুনগ্রাদের আয়োজনে এই স্বাস্থ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। যিনি এই স্বাস্থমেলার আয়োজনে সমর্থন দিয়েছেন।
বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের সেন্টার অব এক্সিলেন্স সম্পূর্ণ পরিসরের পরিষেবা প্রদান করে। যার মধ্যে রয়েছে-অঙ্গ প্রতিস্থাপন, ক্যানসার এবং উন্নত অত্যাধুনিক ব্যথা নিরাময় চিকিৎসার মতো জটিল অস্ত্রোপচার পদ্ধতিসহ বিভিন্ন রোগ ও অবস্থার রোগীদের জন্য রোগ নির্ণয়, চিকিৎসা এবং ফলো-আপ পরিসেবা।
বিডি প্রতিদিন/ফারজানা