চীন ও যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী আটলান্টিক মহাসাগরে একটি যৌথ নৌ মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের বন্দর মেপোর্টের দক্ষিণপূর্বাঞ্চলে ৭ নভেম্বর এ মহড়া অনুষ্ঠিত হয়। দেশ দুটির মধ্যে যৌথ নৌ মহড়ার ঘটনা এটাই প্রথম। খবর গ্লোবাল টাইমসের
নৌ মহড়ায় চীন ও যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর আধুনিক জাহাজ ও যুদ্ধাস্ত্র অংশ নেয়। এর মধ্যে রয়েছে চীনা নৌ বাহিনীর মিসাইল ডিস্ট্রয়ার জিনান, মিসাইল ফ্রিগেট ইইয়াং ও সাপ্লাই শিপ কিয়ানদাউহু এবং যুক্তরাষ্ট্রের বার্ক ক্লাস ডিস্ট্রয়ার মাসন ও স্টক, সিভিএল-২৬ মন্টেরেই।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনের কৃত্রিম দ্বীপ গঠনের প্রেক্ষিতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হলো।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ