এবার থেকে আর স্কার্ট, বারমুডা বা এই জাতীয় ছোট পোশাক পরে বিদেশি পর্যটকরা আর ভারতের কাশি বিশ্বনাথের মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এর বদলে পরতে হবে শাড়ি এবং ধুতি। এই মর্মে বারানসীর কাশি বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ একটি নির্দেশিকাও জারি করেছে। যদিও কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, কোন রকম পোশাক বিধি চালু করতে চায় না তারা। কিন্তু বিদেশি পর্যটকরা যেভাবে হাঁটুর ওপর পর্যন্ত ছোট ছোট পোশাক পরেই মন্দিরের ভিতরে প্রবেশ করেন তা বন্ধ করতেই এবার তাদের পরামর্শ দেওয়া হবে।
প্রতিদিনই গড়ে কয়েক লাখ পর্যটক আসেন এই মন্দিরে। এর মধ্যে আছেন অনেক বিদেশি পর্যটকও। যাদের অনেককেই দেখা যায় ছোট পোশাক পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে।
কাশি বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টি পন্ডিত প্রসাদ দিক্ষীত জানান ‘আমি পরিস্কার করে বলে দিতে চাই যে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোন পোশাক বিধি (ড্রেস কোড) চালু করা হচ্ছে না। আমরা কেবল মাত্র ‘অঙ্গ বস্ত্রম’ (গায়ে কাপড় পড়ে)-এর কথা বলেছি অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশের ক্ষেত্রে পুরুষদের ধুতি এবং নারীদের শাড়ি পড়তে হবে এবং বিনামূল্যে এই পোশাকটি দশনার্থীদের সরবরাহ করা হবে’।
মন্দিরের পন্ডিত আরও জানান ‘মন্দিরের প্রবেশ দ্বারেই একটি ডিসপ্লে বোর্ড টাঙিয়ে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ানসহ বিভিন্ন ভাষায় বিদেশি পর্যটকদেরকে এই পোশাক ব্যবহারের অনুরোধ জানানো হবে। মন্দিরের ভিতরে প্রতিমা দর্শনের সময় পর্যটকদের এই পোশাকটি প্রদান করা হবে, প্রতিমা দর্শন শেষে সেই পোশাকটি আবার ফিরিয়ে দিতে হবে। বিষয়টি নিয়ে ট্যুরিস্ট গাইড’এর সঙ্গেও শিগগির বৈঠকে বসতে চলেছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের ট্রাস্টি আরও বলেন ‘এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা মন্দিরে প্রতিমা দর্শনের সময় প্রথাগত পোশাকের বিষয় সম্পর্কে সচেতনা বৃদ্ধি করাটাই আমাদের লক্ষ্য’। ইতিমধ্যেই কাশি বিশ্বনাথ মন্দিরের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং ডিভিশনাল কমিশনার নিতীন রমেশ গোকমের সঙ্গে একদফা আলোচনাও হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব