মেক্সিকোতে এক সড়ক ২৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন অারো ১০ জন। একটি প্রাইভেট কার দুর্ঘটনাক্রমে একটি বাসের মধ্যে ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। মূলত এ দুটি যানের সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে বাসটির ২২ জন ও প্রাইভেট কারটির ২ জন যাত্রী রয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। খবর এপির
দুর্ঘটনাটি ঘটে দেশটির পুয়েবলা প্রদেশে। রবিবার এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ স্থানীয় সময় অনুযায়ী সোমবার একথা জানিয়েছেন। আহতদের সবাই বাসটির যাত্রী। বাসটিতে আগুন ধরে গেলে তারা এর জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। এর ফলে তারা আগাতপ্রাপ্ত হন।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ