তিউনিসিয়া লিবিয়ার সঙ্গে স্থল সীমান্ত যোগাযোগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। রাজধানী তিউনিসে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর পর এ ঘোষণা এলো।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও প্রেসিডেন্ট বেজি সাইদ এজেবসি বুধবার মধ্যরাত থেকে সীমান্ত বন্ধের এ ঘোষণা দেন। একই সঙ্গে সমুদ্রপথ ও আকাশপথে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন