চীনের বিমানবাহিনী পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফের বড় ধরনের বিমান মহড়া চালিয়েছে। এতে পিপলস লিবারেশন আর্মি পিএলএ'র বোমারু ও অন্যান্য যুদ্ধবিমান অংশ নেয়। সেইসঙ্গে পূর্ব চীন সাগরে নিজেদের বিমান শনাক্তকরণ অঞ্চলে [এয়ার অাইডেন্টিফিকেশন জোন] পেট্রলও চালিয়েছে দেশটির নৌবাহিনী। চীনা বিমানবাহিনী তাদের মাইক্রোব্লগিং ওয়েবসাইটে আজ এক বিবৃতিতে একথা জানায়। খবর রয়টার্সের
জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী মিয়াকো প্রণালীর মধ্য দিয়ে উড়ে গিয়ে চীনা বিমানবাহিনীর বিমানগুলো এ মহড়ায় অংশ নেয়। গভীর সমুদ্রে চীনা বিমানবাহিনীর অভিযান চালানোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ মহড়া পরিচালিত হয় বলে বিবৃতিতে বলা হয়। এ নিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চলতি বছর চারবার মহড়া চালালো চীন।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/শরীফ