বাংলাদেশে দায়িত্ব পালন শেষে এবার ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে রাশিয়া যাচ্ছেন পঙ্কজ সরণ। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশে সরণের উত্তরসূরির হিসেবে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা। থাইল্যান্ড থেকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব নিয়ে আসছেন তিনি।
পেশাদার কূটনীতিক সরণের বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল। সরণের মেয়াদের মধ্যে বাংলাদেশ-ভারতের দীর্ঘকালের সীমান্ত সমস্যার সমাধান হয়, যার ফলে দুই দেশের ছিটমহলগুলোর বিনিময় হয়।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/এস আহমেদ