গত দু'দিন ধরে টানা বর্ষণে ভারতের চেন্নাই ও এর আশপাশের অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে চেন্নাই বিমানবন্দর। আর রানওয়েতে পানি জমায় সেখানে আটকা পড়েছেন ৪ হাজার যাত্রী। বিমানবন্দর ছাড়াও রেললাইন ও সড়ক পানিতে তলিয়ে গেছে। খবর এনডিটিভির।
এদিকে, গত সোমবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি বুধবার সকালে বন্ধ হলেও আবাহওয়া অফিস বলছে, এখনো চার দিন ধরে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চেন্নাই বিমানবন্দরের পরিচালক দীপক শাস্ত্রী জানান, পানি জমার কারণে বিমানের সব ফ্লাইট বন্ধ রয়েছে। পানি না কমা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। তিনি বলেন, রানওয়ে প্লাবিত হয়নি, তবে সেখানে পানি জমায় ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না।
বিমানবন্দর ছাড়াও রেললাইনে পানি জমায় এ পর্যন্ত ১৩টি ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। চেন্নাই শহরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানি প্রবেশ করেছে বাড়িঘরেও। এ ছাড়া তলিয়ে গেছে চেন্নাই চিড়িয়াখানা।
রাস্তা ও বাড়িঘরে পানি জমার কারণে অনেকেই আটকে পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীসহ উদ্ধারকারী সংস্থাগুলো। এগিয়ে আসছেন সাধারণ মানুষও। আটকে পড়া লোকদের আশ্রয়ের জন্য অনেক শপিংমলই দিনরাত খোলা রাখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব