স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইনে গণিত ও বিজ্ঞান শেখার ব্যবস্থা করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান প্রতিষ্ঠিত 'খান একাডেমি'। যুক্তরাষ্ট্রের পর বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি বংশোদ্ভত মার্কিন তরুণ সালমান খানের হাতে গড়া এই অনলাইন টিউটোরিয়াল এবার ভারতে হিন্দি ভাষায় যাত্রা শুরু করতে যাচ্ছে।
দেশটির রাজধানী নয়া দিল্লিতে আগামীকাল এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। হিন্দির পর ক্রমে ভারতের অন্যান্য ভাষার শিক্ষার্থীদের জন্যও উদ্যোগ নেওয়া হবে। ‘
'খান একাডেমি'কে তথাকথিত ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস বা এমওওসিএসের অগ্রদূত বিবেচনা করা হয়। যাত্রা শুরু ২০০৬ সালে। ছোট ভাইকে অঙ্ক পড়াতে গিয়ে সালমানের এই অনলাইন টিউটোরিয়াল করার চিন্তা প্রথম মাথায় আসে।
আত্মপ্রকাশের পরপরই 'খান একাডেমি' বিপুল জনপ্রিয়তা পায়। প্রতি মাসে অনলাইনে এর সাইটটি দেখে প্রায় দুই কোটি শিক্ষার্থী। অবশ্য এর ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের। ভারতে খান একাডেমির হিন্দি সংস্করণে সহায়তা করছে সেন্ট্রাল স্কয়ার ফাউন্ডেশন (সিএসএফ) নামের একটি প্রতিষ্ঠান। সূত্র : লাইভমিন্ট।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ