যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধীদের জন্য সেবামূলক একটি সংস্থায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।
সান বার্নারডিনো শহরের দমকল বিভাগ থেকে জানানো হচ্ছে, গুলিতে ২০ জন হতাহত হয়েছে। তবে এ ব্যাপারে তারাও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। ওই এলাকাটি এখন খালি করার চেষ্টা করছে তারা।
যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছে, গুলির ঘটনায় ১২ জন নিহত হয়েছে, তবে পুলিশ এখনো এই সংখ্যা নিশ্চিত করেনি।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, পুলিশ ওই ভবনে অভিযান চালিয়েছে। পুরো এলাকার নিরাপত্তা কাজ করছে পুলিশ। তিনি বলেন, তিনজন বন্দুকধারী ওই হামলায় অংশ নিয়ে থাকতে পারে এবং তারা ভারি অস্ত্রে সজ্জিত ছিল।
কলোরাডো অঙ্গরাজ্যের একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে এক খ্রিস্টান চরমপন্থির হামলায় তিন জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন