ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় বান্দা সাগরে (বান্দা সি) শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। তবে, তৎক্ষণাৎ কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ২১ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ২১ মিনিট) দেশটির মধ্যাঞ্চলীয় বান্দা সাগরের সেরাম দ্বীপ উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৬.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেরাম দ্বীপের আমাহাই গ্রাম উপকূলে ভূপৃষ্ঠের ৩৪ কিলোমিটার গভীরে।
যদিও ইউএসজিএস’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।
এ ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া, কোনো রকমের সুনামি সতর্কতাও জারি করেনি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন