পাকিস্তানে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে যোগ দিতে দেশটি সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসলামাবাদ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একথা জানিয়েছেন। আগামী বছরের সেপ্টেম্বরে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। খবর পিটিআই'র
'হার্ট অব এশিয়া সিকিউরিটি কনফারেন্স'এ যোগ দিতে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টার সফরে ইসলামাবাদ যান সুষমা স্বরাজ। সেখানেই সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিল সার্ক সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদি পাকিস্তান সফর করবেন কিনা। এ প্রশ্নের উত্তরেই নরেন্দ্র মোদি সম্মেলনে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেন সুষমা। সংক্ষিপ্ত উত্তরে সুষমা বলেন, 'তিনি আসছেন।'
চলতি বছরের জুলাইয়ে রাশিয়ার উফা শহরে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তখনই মোদিকে সার্ক সম্মেলনে যোগ দেয়ার দাওয়াত দিয়েছিলেন নওয়াজ।
প্রতিবেশি দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে খারাপ সম্পর্কের মধ্যেই এ খবর এলো। দেশ দুটির মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভারতের পক্ষ থেকে এমন সাড়াকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে, 'হার্ট অব এশিয়া' সম্মেলনে যোগ দিয়ে আফগানিস্তানে সুষমা স্বরাজ বলেছেন যে, দেশ দুটির মধ্যকার সম্পর্কোন্নয়নে পরিপক্কতা ও আত্মবিশ্বাস দেখানোর এখন-ই সঠিক সময়। সম্পর্কোন্নয়নে পাকিস্তানের প্রতি বন্ধুত্বের হাতও বাড়িয়ে দেন তিনি।
সার্ক সম্মেলনে মোদির যোগদানের নিশ্চয়তা ও সুষমা স্বরাজের পক্ষ থেকে সম্পর্কোন্নয়নের আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক স্বাভাবিক হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ