মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) 'অর্থপ্রধান' মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহত সেই আইএস নেতার নাম মোফাক মুস্তাফা মোহাম্মেদ আল-কার্মুশ ওরফে আবু সালাহ।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে এক ভিডিও কলে আবু সালাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এই জঙ্গি গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক পরিচালনায় অন্যতম জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নেতা ছিলেন আবু সালাহ। তার সঙ্গে নিহত দু'জনের মধ্যে আবু মরিয়ম আইএস'র অপহরণ ও মুক্তিপণ আদায় কর্মকাণ্ডের তদারক করতেন। আর আবু ওয়াকমান আল-তিউনিস সমন্বয় করতেন অস্ত্র, তথ্য ও লোকবল বণ্টনের বিষয়গুলো।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী কালো তালিকায় আবু সালাহর নাম ছিল। সেখানে তাকে একজন ইরাকি নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যার জন্ম ১৯৭৩ সালে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ