একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সন্ধ্যায় কলকাতার রাজপথে মোমবাতি মিছিল করল ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে এই মিছিল পৌঁছায় ফোর্ট উইলিয়াম পর্যন্ত। মিছিল শেষে ফোর্ট উইলিয়ামের শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান সমিতির সহ সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য, সম্পাদক অজয় দে, যুগ্ম সম্পাদক গৌর সাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন সমিতির সদস্যরা। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ