তুরস্কে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। বৃহস্পতিবার ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ১০ মাসের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে- এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান, ইন্টারসেপ্টর বিমান এবং নৌ ইউনিট। নৌ ইউনিটে থাকবে- কমান্ড শিপ এবং যুদ্ধজাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো ফিগ্রেট।
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ তুরস্ককে এসব সামরিক সরঞ্জাম দেওয়ার বিষয়ে বলেন, রাশিয়া ও তুরস্কের মধ্যকার বর্তমান উত্তেজনার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। তবে ন্যাটোর কয়েকটি সূত্র বলেছে, তুরস্ককে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করার মধ্য দিয়ে আঙ্কারার প্রতি ন্যাটোর সমর্থন ও প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে ।
উল্লেখ্য, তুরস্কের আকাশসীমা থেকে রাশিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করার পর আঙ্কারা ও মস্কোর মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেওয়ার প্রেক্ষাপটে ন্যাটো জোট এ পরিকল্পনা নিয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব