তুরস্কে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানে তিন দিনে ৬২ পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) যোদ্ধা নিহত হয়েছেন। তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে। খবর আলজাজিরার।
তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরাক সীমান্তসংলগ্ন সিজর ও সিলোপি শহরে একটানা অভিযানে সিজরে ৫৬ পিকেকে যোদ্ধা ও সিলোপিতে ৬ যোদ্ধা নিহত হন। এ ছাড়া সিজরে অভিযানকালে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
এর আগে কুর্দি অধ্যুষিত শহর দুটিতে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করে প্রশাসন। এর পর ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যানসহ শহরগুলোতে প্রবেশ করে সামরিক বাহিনীর সদস্যরা।
দেশটিতে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছেন পিকেকে যোদ্ধারা। সংগঠনটিকে সন্ত্রাসী তালিকাভুক্ত ও নিষিদ্ধ করেছে তুর্কি সরকার।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ