বড়দিন সামনে রেখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সস্ত্রীক আকস্মিকভাবে দামেস্কে অবস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের একটি গির্জা পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় টিভি শনিবার একথা জানায়। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট আসাদ এবং তার স্ত্রী আসমা রাজধানী দামেস্কের নটর ডেম দে দামাস গির্জা পরিদর্শন করেন। এ সময়ে তারা গির্জার কোরাস দলের রিহার্সাল দেখেন এবং গির্জার সদস্যদের সঙ্গে ছবি তোলেন। আসাদ এবং আসমার সঙ্গে কেউ কেউ সেলফিও তুলেছেন।
গির্জাটি দামেস্কের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এ অঞ্চলটি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল। গির্জার আশাপাশের এলাকায় গত শুক্রবারও বিদ্রোহীদের ছোড়া মর্টার আঘাত হানে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/শরীফ