ব্রিটিশ দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান ছোট্ট প্রিন্স জর্জ নতুন বছরের শুরুতেই স্কুলে যাচ্ছেন। আড়াই বছরের ছেলেকে নরফোকের ওয়েস্টাকর মন্টেসরি স্কুল নার্সারিতেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। উইলিয়াম ও কেট এক ঘোষণায় একথা জানিয়েছেন। সেইসঙ্গে এই দম্পতি তাদের দুই সন্তানের সঙ্গে নিজেদের নতুন ছবিও প্রকাশ করেছেন। খবর বিবিসির
লন্ডন থেকে ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত নরফোকে। সেখানকার একটি প্রাইভেট সড়কেই নার্সারিটি অবস্থিত।
২০১৩ সালের ২২ জুলাই জন্ম নেন ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী প্রিন্স জর্জ। সেই হিসাবে তার বয়স প্রায় আড়াই বছর। অন্য সব শিশুদের মতো প্রিন্স জর্জ স্কুলটিতে একই রকম অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে এর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উইলিয়াম-কেট দম্পতির প্রিন্সেস শার্লট নামে একটি কন্যা সন্তানও রয়েছে। চলতি বছরের ২ মে তার জন্ম হয়।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/শরীফ