ভারতে এক নেপালি নারীকে গণধর্ষণের পর হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দেশটির হরিয়ানার রোহতাকের বিশেষ আদালতের বিচারক সীমা সিংঘাল এ রায় দেন। খবর বিবিসির।
এসময় বিচারক বলেন, ‘এ ঘটনায় জড়িত সবাইকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করছি। তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিচ্ছি।’ এই রায়ের মধ্য দিয়ে তিনি জনগণের কাছে একটি শক্ত বার্তা পাঠাচ্ছেন বলেও রায়ে উল্লেখ করেন।
খবরে বলা হয়, হরিয়ানা রাজ্যের রোহতাক থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন ২৮ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ওই নেপালি নারী। এর তিন দিন পর একটি মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। পরে লাশের ময়নাতদন্তে দেখা গেছে, ওই নারীকে গণধর্ষণের পর তার দেহে পাথর, ব্লেড ও লাঠি ঢোকানো হয়।
নেপালি নারীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে একজনের বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে। অপর অভিযুক্ত গ্রেফতারের পর আত্মহত্যা করেছেন।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব