আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে গতকাল দিবাগত মধ্যরাতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৫। এর প্রভাব ভারতের রাজধানী দিল্লি, জন্মু ও কাশ্মীরসহ দেশটির পূর্বাঞ্চলীয় এলাকার কয়েকটি অংশে অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৬ কিলোমিটার গভীরে। খবর পিটিঅাই'র
ভূমিকম্পটি মধ্যরাত ১২টা ৪৪ মিনিটে আঘাত হানে বলে ভারতের আবহাওয়া দফতর জানায়। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ