ইসরায়েলে হামলার হুমকি দিয়ে বার্তা দিলেন জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেটের প্রধান আবু বকর আল বাগদাদি।
শনিবার এক অডিওবার্তায় এ হুমকির বার্তা প্রকাশ করেন তিনি।
বার্তায় তিনি বলেন, আল্লাহর সহায়তায় আমরা প্রতিদিন তোমাদের (ইসরায়েল) কাছে আসছি। ইসরায়েলিরা শিগগিরই আমাদের প্যালেস্টাইনে দেখবে। পুরো বিশ্ব এই মুহূর্তে আমাদের বিরুদ্ধে লড়ছে।
‘ইসরায়েলিরা ভাবছে আমরা প্যালেস্টাইনকে ভুলে গেছি। কিন্তু বিষয় সেটা না। আমরা প্যালেস্টানইকে এক মুহূর্তের জন্যও ভুলিনি।’
অডিওবার্তাটি ২০ মিনিটের। এ জাতীয় বার্তা সবশেষ সাত মাসের মধ্যে প্রথম দিলেন বাগদাদি। প্রাথমিকভাবে এটা স্পষ্ট নয় যে বার্তাটি কবে রেকর্ড করা হয়েছে এবং কেন তিনি ইসরায়েলের কথা উল্লেখ করলেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন