যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে টেক্সাস অঙ্গরাজ্যে প্রবল ঝড় ও টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে অঙ্গরাজ্যের ইলিস কাউন্টিতে টর্নেডের আঘাতে বিভিন্ন ভবন ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গির্জাও।
কলিন কাউন্টি শেরিফ অফিস বলছে, কোপেভিলের একটি গ্যাস স্টেশনে এই সাতজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও।
ইলিস কাউন্টির ইমার্জেন্সি ম্যানেজার স্টিফেনি পার্কার বলেন, টর্নেডোর আঘাতে বিভিন্ন ঘর-বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে।
‘আমরা ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত বাড়িতে আছি। জরুরি কোনো প্রয়োজন ছাড়া দয়া করে বাড়িতেই অবস্থান করুন,’ টুইট বার্তায় লিখেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন