২০১৫ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। আলোচিত শরণার্থী সংকট ও গ্রিসের ঋণ সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুবাবে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা তাঁকেই এ খেতাবের জন্য বেছে নিয়েছেন। গত বছর এই খেতাব বিজয়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার দ্বিতীয় হয়েছেন।
বছরের প্রভাবশালী ব্যক্তিত্ব বেছে নিতে ভোটাভুটির আয়োজন করে এএফপি। ফ্রােন্সের এই বার্তা সংস্থাটির সব সেবা ও ভাষার সম্পাদকীয় কর্মীরা ভোটাভুটিতে অংশ নেন। এতে দেখা যায় বেশির ভাগ কর্মী এ বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অ্যাঞ্জেলা মারকেলকে পছন্দ করেছেন।
এছাড়া, তালিকায় থাকা অন্যরা হলেন পোপ ফ্রান্সিস, জঙ্গি সংগঠন আইএসের নেতা আবু বকর আল-বাগদাদী, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের মনোনয়ন-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, ফিফার বহিষ্কৃত স্টেপ ব্লাটার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখ।
এর আগে, অ্যাঞ্জেলা মারকেল এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন। ইউরোপে ঋণ সংকট এবং শরণার্থী ও অভিবাসী সমস্যা মোকাবিলা, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালনের কারণে তাঁকে টাইম এ স্বীকৃতি দেয়।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব