চীন 'গ্যাওফেন-৪' নামে অত্যাধুনিক একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। উপগ্রহটিতে হাই-ডেফিনেশন ছবি তোলার ব্যবস্থা রয়েছে এবং এটি দিয়ে পৃথিবী পর্যবেক্ষণ করা হবে। এই প্রথম কক্ষপথে হাই-ডেফিনেশন বা এইচডি ছবি তোলার ব্যবস্থা সংবলিত উপগ্রহ পাঠালো দেশটি। খবর শিনহুয়ার
'গ্যাওফেন-৪’কে বিশ্বের অন্যতম অত্যাধুনিক এইচডি চিত্র গ্রহণকারী উপগ্রহ হিসেবে গণ্য করা হবে। পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে তাল রেখে নিজ কক্ষপথ পরিক্রম করবে এ উপগ্রহ। কোনো সুনির্দিষ্ট অঞ্চলের ওপর অব্যাহত পর্যবেক্ষণ চালাতে পারবে গ্যাওফেন-৪।
উপগ্রহটিতে সাধারণ দৃষ্টিগ্রাহ্য আলোর পাশাপাশি অবলোহিত আলোতে ছবি তোলার উপযুক্ত ক্যামেরাও বসানো আছে। এ সব ক্যামেরা ৭০০০ বর্গ কিলোমিটার এলাকার ছবি তুলতে পারবে। অর্থাৎ চীনসহ আশেপাশের এলাকায় ছবি এ উপগ্রহ থেকে তোলা সম্ভব হবে।
উপগ্রহটি ৩৬ হাজার কিলোমিটার উঁচু কক্ষপথে পাঠানোর জন্য লং মার্চ-৩বি রকেট ব্যবহার করা হয়েছে। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের শিচাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে এটি।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ