তুরস্কের জন্য প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থাই ঠিক অাছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু। তবে তা যেন একনায়কতন্ত্র না হয় সেদিকে খেয়াল রাখারও ব্যাপারেও সতর্ক করে দেন তিনি। তুর্কি চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তুর্কি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'ঠিকমতো সংজ্ঞায়িত করা গেলে তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার একনায়তন্ত্রে পরিণত হবে না।'
সাক্ষাৎকারে দাউদওগ্লু বলেন, 'গত নভেম্বরের নির্বাচনি ফলাফলের মাধ্যমে তুরস্কের জনগণ প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ও নতুন সংবিধান তৈরির বার্তা দিয়েছেন। আগের নির্বাচনে কোনো দল সরকার গঠনের মতো একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও পুনঃনির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি এক সংখ্যগারিষ্ঠতা পেয়েছে। সেই হিসেবে দলটি সরকারও গঠন করেছে।'
ক্ষমতাসীন পিকেকে চাইছে, তুরস্কে চলমান মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বদলে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার চালু হোক। কিন্তু বিরোধীদলগুলো কঠোরভাবে এর বিরোধিতা করছে। তাদের মত, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করতে পারেন। এরইমধ্যে সংবিধানে পরিবর্তন এনে বেশকিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাত থেকে প্রেসিডেন্ট হিসেবে নিজের হাতে নিয়েছেন।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ