যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে কৌশলগত একটি নতুন দলিলে সই করে ন্যাটো সম্পর্কে এ ঘোষণা দেন তিনি।
দলিলে নানা দেশে ন্যাটোর অবস্থান জোরদারের তৎপরতাকে রুশ নিরাপত্তার প্রতি মারাত্মক বিদেশি হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ছাড়া, এতে নিরাপত্তা সংক্রান্ত রুশ নীতিমালারও উন্নয়ন ঘটানো হয়েছে।
পোল্যান্ড এবং বাল্টিক তীরবর্তী দেশগুলোতে সেনা ও সামরিক সরঞ্জাম উপস্থিতি জোরদার করেছে ন্যাটো। কথিত রুশ হুমকি ঠেকানোর জন্য এ ধরনের তৎপরতা নেয়ার দাবি করেছে পশ্চিমা এ জোট। আর এ প্রেক্ষাপটে কৌশলগত নতুন দলিলে সই করলেন পুতিন।
বিডি-প্রতিদিন/২ জানুয়ারি ২০১৬/শরীফ