শিয়া ধর্মীয় নেতা ও আরব বসন্তের নেতৃত্ব দেওয়া শীর্ষ ব্যক্তিদের একজন শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে ইরানের শিয়া মতাবলম্বীরা।
এরপর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির দমকল বাহিনী। এর আগে ইরানের শিয়া মতাবলম্বীরা দূতাবাসের সামনে বিক্ষোভ করে। তবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেয়া হলেও, নিমর-এর সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এছাড়া এই ঘটনার কঠোর প্রতিশোধ নেবার কথা ঘোষণা করেছে ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড।
সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও প্রতিবাদ হয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে ঐ পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব