ভারতের পাঞ্জাব রাজ্যের 'পাঠানকোট' বিমান ঘাঁটিতে আজ রবিবার সকালে এক বিস্ফোরণ ঘটেছে। নিরাপত্তাবাহিনীর সমস্যরা সেখানে চিরুনি অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এতে এক ভারতীয় সেনা আহত হয়েছে। এছাড়া বিমান ঘাঁটি থেকে গোলাগুলির শব্দও শোনা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
গতকাল শনিবার সকালের দিকে ৫ সন্ত্রাসী মিলিটারি ইউনিফর্ম পরে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়। এ সময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে সব হামলাকারীর মৃত্যু হয়। সেইসঙ্গে ভারতের ২ জন সেনা সদসও প্রাণ হারান।
হামলাকারীরা পাকিস্তানি বলে [ফিদায়ীন জঙ্গি] একটি সূত্র গতকাল-ই নিশ্চিত করেছে। বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
পাঠানকোটে আজকের বিস্ফোরণের কারণ কি তা জানা যায়নি। তবে সেখান থেকে আজ নতুন করে গোলাগুলির শব্দ পাওয়ার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে ষষ্ঠ কোনো হামলরকারী হয়তো বিমান ঘাঁটির মধ্যে লুকিয়ে থাকতে পারে।
এদিকে, হামলার তদন্তের দায়িত্বভার নিতে ইতোমধ্যে পাঠানকোটে পৌঁছেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনঅাইএ'র আট সদস্যের একটি দল।
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৫/শরীফ