জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
মোহাম্মদ সাঈদকে গত ২৪ ডিসেম্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এ ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তিনি মারা যান।
জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার ব্লাড কাউন্ট ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া ফুসফুসে সংক্রামণের কারণে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৬ জানুয়ারি) তাকে ভেন্টিলেটর সার্পোটে নেওয়া হয়।
২০১৫ সালের ১ মার্চ পিডিপি-বিজেপি জোটের জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মুফতি মোহাম্মদ সাঈদ।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন