হজম করা কঠিন হলেও এটাই সত্যি যে ফেলে আসা ২০১৫ সালে ভারতের সবচেয়ে ঘৃণ্যতম রাজনৈতিক দলের তকমা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ আদমি পার্টি (আপ)। দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে ‘ঝাঁটা’ প্রতীক নিয়ে তিন বছর আগে নতুন দল গঠন করেছিলেন কেজরিওয়াল। এরপর ২০১৩ সালে ডিসেম্বরে দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল সাড়া ফেলে আপ। ২০১৪ সালে কংগ্রেসের সমর্থন নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসেন কেজরিওয়াল। কিন্তু মাত্র ৪৯ দিনের মাথায় লোকপাল ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর সেই দুর্নীতি বিরোধী আন্দোলনকে হাতিয়ার করেই ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিধানসভার নির্বাচনে বিপুল সাফল্য পায় আপ। বিরোধীদের পর্যদুস্ত করে দ্বিতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। কিন্তু জনদরদী বলে খ্যাত সেই আম আদমি পার্টিই ঘৃণ্যতম রাজনৈতিক দলের তকমা পেল!
‘দ্য গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স ২০১৫-এর সেভেন ডেডলি ইন্ডিয়ান সিনস’ রিপোর্টের জরিপ অনুযায়ী ১.৪৫ জিপিএম সূচক পেয়ে ঘৃণ্যতম তালিকায় ভারতের রাজধানী নয়াদিল্লির শাসকদল আপ সবার ওপরে রয়েছে। আপের ঠিক পরেই রয়েছে কংগ্রেস, তাদের সংগ্রহ ১.৩৫ জিপিএম। ১.৩৩ জিপিএম পেয়ে উদ্ধব ঠাকরের দল শিব সেনা তৃতীয় স্থানে রয়েছে এবং ০.২৭ জিপিএম পেয়ে কেন্দ্রে শিবসেনার জোট শরিক বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। বিজেপি’র পরে রয়েছে লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) (০.১৫ (জিপিএম), ষষ্ট স্থানে রয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদি পার্টি (০.১৩ জিপিএম), শরদ পাওয়ারের নিতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) (০.০৯ জিপিএম) রয়েছে সপ্তম স্থানে।
গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স-এর জরিপে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দেশটির সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। ১.৯৯ জিএমপি পেয়ে এই তালিকায় রয়েছেন সবার ওপরে। জরিপে বলা হয়েছে যে ভারতের বেশিরভাগ মানুষই এই রাজনীতিবিদকে পছন্দ করেন না। কেজরিওয়ালের পরেই আছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী (০.৭৩ জিপিএম) এবং তৃতীয় স্থানে আছে বলিউড অভিনেতা আমির খান (০.৭২ জিপিএম)। এর পরপরই আছে জার্নাালিস্ট অর্ণব গোস্বামী (০.৬০ জিপিএম), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (গ.৪৩ জিপিএম), বিজেপি সভাপতি অমিত শাহ (০.৪০ জিপিএম), বলিউড অভিনেতা শাহরুখ খান (০.৪০), শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (০.২৭), প্যাটেল সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল (০.২৩ জিপিএম), সঙ্গীতশিল্পী হানি সিং (০.১৫)।
গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স-এর জরিপ অনুযায়ী ২০১৫ সালে ভারতে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন পিপলস প্রেসিডেন্ট বলে খ্যাত এ পি জে আবদুল কালাম এবং দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি হলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা