লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জ্লিটান শহরের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও হাসপাতাল কর্মীদের বরাত দিয়ে এখবর জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাজধানী ত্রিপলী থেকে ১৬০ কিমি দূরে আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রের গেটে ট্রাকবোমাটি বিস্ফোরিত হয়।
শহরটির মেয়র মিফতাহ লাহমাদি জানান, বোমা বিস্ফোরণের সময় শত শত পুলিশ সদস্য প্রশিক্ষণ কেন্দ্রে জড়ো হচ্ছিল। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
তবে লিবিয়ার স্থানীয় সংবাদ সংস্থা মৃতের সংখ্যার ৫০ জন বলে দাবি করেছে। হাসপাতালের পরিচালক আবদেল মোতালেব বিন হালিম বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে এ ঘটনায় ১২৭ জন আহত হয়েছেন।
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে এ প্রশিক্ষণ কেন্দ্রটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে বিবিসি।
২০১১ সালে গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকেই লিবিয়া পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। ইসলামিক স্টেট (আইএস) সেখানে মাথা চাড়া দিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। জঙ্গিদের দৌরাত্ম বাড়তে শুরু করার পর থেকে লিবিয়ায় এটি বড় ধরনের বোমা হামলা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী-নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে লিবিয়ার আল-নাবা টিভি নেটওয়ার্ক।
এর আগে গত বছর ফেব্রুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কুব্বাহ শহরে তিনটি গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত হয়। আইএস জঙ্গিদের ওপর মিশরের বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব