ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ইরানের দূতাবাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির।
ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরিনের খবরের বরাত দিয়ে বিবিসি জানায়, ইয়েমেনে অবস্থিত দূতাবাসে মিসাইল হামলা চালানো হয়, এতে স্টাফরা আহতের পাশাপাশি দূতাবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
সানার নাগরিকদের বরাত দিয়ে বিবিসি বলছে, বৃহস্পতিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট এক ডজনেরও বেশি হামলা চালায়। গত কয়েক মাস ধরেই সৌদি জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর এই বিমান হামলা চালাচ্ছে।
প্রসঙ্গত, সৌদি আরবের শিয়া নেতা নিমর আল মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে ইরানে অবস্থিত সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপরই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি সরকার। একই পথে হাঁটেন বাহরাইন, সুদান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। এসব ঘটনায় দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে বৃহস্পতিবারের এই বিমান হামলায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/এস আহমেদ/মাহবুব