ভারতের বেঙ্গালুরু থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার রাতে মওলানা আনজার শা নামে ওই ব্যক্তিকে আটক করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।
শুক্রবার দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ভারত জুড়ে একের পর এক হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই সন্দেহভাজন ব্যক্তির। দেশের জনবহুল জায়গাগুলির পাশাপাশি বিখ্যাত ব্যক্তিদের ওপরও হামলার ছক ছিল বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবারই তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে আনা হয়। আজ শুক্রবার তাকে দিল্লির পাতিয়ালা হাউজ আদালতে তোলা হবে।
গত বছরের ডিসেম্বর মাসে জাফর মাসুদ ও আবদুল রহমান নামে দুই আল-কায়দা জঙ্গিকে আটক করে দিল্লির পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই আনজার শা -এর খোঁজ পায় পুলিশ।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ