পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ শুক্রবার স্থানীয় সময় ৩টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল আফগানিস্তানের জার্ম এলাকা থেকে ৩২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ২১৯ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার, মালাকান্দ, মানসেহরা, হরিপুর ও অ্যাবোটাবাদে এ কম্পন অনুভূত হয়। এছাড়া আফগানিস্তান ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন