চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ১৩ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ১৩ মিনিট) ভূকম্পনটি আঘাত হানে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিংঘাই প্রদেশের মেনইউয়ান থেকে ২২ কিলোমিটার দূরে এক জনবসতিহীন এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মেনইউয়ান ও এর আশেপাশের এলাকায় অর্ধ শতাধিক বাড়িঘরে ফাটল ধরাসহ বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। আক্রান্ত এলাকায় সাতশ তাবু পাঠিয়েছে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন