যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে শনিবার থেকে ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ সময়ে কোনো কোনো এলাকায় বাতাসের বেগ ঘন্টায় ৫০ মাইল পর্যন্ত হতে পারে। তুষার ঝড়ের কারণে প্রাণহানি ও সম্পত্তি বিনষ্টের মতো ঘটনা ঘটতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে হুঁশিয়ারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ওয়াশিংটন এর প্রতিবেশী বাল্টিমোরসহ অন্যান্য শহরগুলি দুই ফুট পরিমাণ বরফে ঢেকে যেতে পারে। এসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ব্যাহত হবে।
এদিকে শুক্রবার থেকেই ওয়াশিংটনে তুষারপাত শুরু হয়ে গেছে। প্রবল তুষার ঝড়ের কারণে ওয়াশিংটন ডি সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আরো ১৫টি রাজ্যে প্রবল তুষার ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটনে জাতীয় আবহাওয়া অফিস উচ্চ সতর্কতা জারি করেছে।
আবহাওয়া অফিস থেকে প্রচারিত বুলেটিনে শুক্র ও শনিবার জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ