হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত মেধাবী গবেষক ছাত্র রোহিত ভেমুলার (২৬) আত্মহননের ঘটনায ভারত জুড়ে বিতর্কের মধ্যেই ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটেছে। শুক্রবার আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে মোদি ভাষণ শুরু করার পরই ‘গো ব্যাক’ স্লোগান তোলেন একদল ছাত্র। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে এসে বিক্ষোভকে ছড়াতে না দিয়ে তৎক্ষনাৎ জোর করে ছাত্রদের হলের বাইরে বের করে দেন।
বিক্ষোভ থামার পর মোদি ছাত্র মৃত্যুর ঘটনায় দু:খপ্রকাশ করে বলেন, ‘আমার দেশের একজন ছাত্রের আত্মহননের খবর শুনে আমার খুব খারাপ লাগছে। যখন শুনলাম যে রোহিত তাঁর জীবন শেষ করে দিয়েছে, আমি তখন আঘাত পেয়েছি। একজন মা তার ছেলেকে হারালো, আমি সেই মায়ের যন্ত্রণা অনুভব করতে পারছি। এর থেকে বড় শোক আর হতে পারে না’।
প্রসঙ্গত, গত রবিবার হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্বাবদ্যালয়ের (এইচসিইউ) ক্যাম্পাসের মধ্যেই আত্মহনন করেন ওই দলিত ছাত্র। ছাত্র মৃত্যুর ঘটনায় মোদি সরকারের দুই মন্ত্রীর নাম জড়ানোর পর যথেষ্ট অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। আর এরপরই এই বিতর্ক রাজনৈতিক দিকে মোড় নেয়।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব