চলতি বছর সীমান্তে প্রায় ৬০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। গত দু’বছরের তুলনায় যা দ্বিগুণ। ২০১৪ সালে সীমান্তে যেখানে মৃত্যু হয়েছিল ৩২ জন সেনার, ২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল ৩৩ জনে।
ভারতীয় গণমাধ্যম আজকাল জানায়, চলতি বছর নিহতদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সংঘর্ষ বিরতিতে প্রাণ গেছে ২৩ জনের। যেখানে ২০১৪ ও ২০১৫ সালে এই মৃত্যুর সংখ্যাটা ছিল যথাক্রমে ৪ ও ৫ জন।
সেনা সূত্রে জানানো হয়েছে, এই বছরটা অস্থির সময় কেটেছে সীমান্তে। অসংখ্যবার নানা ধরণের জঙ্গী হামলার মোকাবিলা করতে হয়েছে ভারতীয় সেনার। এরই মধ্যে উরি ও নাগ্রোটা হামলা অন্যতম। এখানে সবচেয়ে বেশি সেনার মারা গেছেন। তবে চলতি বছর প্রায় ১০০ জঙ্গি হত্যা করেছে ভারতীয় সেনারা।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব