জঙ্গিদের কাছে ‘স্বর্গরাজ্য’ পাকিস্তান। ইসলামাবাদের মাটি ব্যবহার করে দিনে দিনে জঙ্গিরা নিজেদের নেটওয়ার্ক একদিকে ক্রমশ বাড়াচ্ছে, তেমনই জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তালিবান, হাক্কানি নেটওয়ার্ক, আল-কায়েদার মতো জঙ্গিগোষ্ঠীগুলো। অথচ তাদের উৎখাত করতে ইসলামাবাদ এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর পাকিস্তান সম্পর্কে একই মন্তব্য করলো মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
শনিবার পেন্টাগনের ষান্মাসিক রিপোর্টে এই তথ্য প্রকাশ হওয়ার পর জোর শোরগোল পড়েছে। রিপোর্টটি ইতোমধ্যেই জমা পড়েছে মার্কিন কংগ্রেসে।
এর আগে সন্ত্রাসদমন ইস্যুতে মার্কিন কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। এমনকী সন্ত্রাসদমনে পাকিস্তানকে দেওয়া মার্কিন সাহায্য বন্ধ করার ব্যাপারেও সায় দিয়েছিল। কিন্তু ইসলামাবাদ বরাবরই আমেরিকাকে বুঝিয়ে আসছে, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর নয়। জঙ্গিদের স্বর্গরাজ্যের অভিযোগকেও অস্বীকার করেছে ইসলামাবাদ।
এদিন পেন্টাগনের প্রকাশিত রিপোর্ট ইসলামাবাদের এই দাবিকে শুধু নস্যাৎই করেনি, সন্ত্রাস দমনের ইস্যুতে পাকিস্তানে আন্তর্জাতিক স্তরে বেশ চাপেও ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পেন্টাগনের ওই রিপোর্ট দিল্লির সাউথ ব্লককে অনেকটাই স্বস্তি দিতে পারে। ভারতে একের পর এক জঙ্গি হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে আসছে সাউথ ব্লক। এছাড়া এই ইস্যুতে ইসলামাবাদকে একঘরে করার একটা চেষ্টাও চলছে। সেক্ষেত্রে পেন্টাগনের রিপোর্ট সাউথ ব্লককে বাড়তি অক্সিজেন জোগাতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।
বিডি প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম