পাকিস্তানে ৫০০০ রুপির নোট বাতিলের সিন্ধান্ত নিয়েছে দেশটির সিনেটসভা। ভারতের দেখানো পথে হেঁটেই পাঁচ হাজার রুপির নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। আজ মঙ্গলবার দেশটির সিনেটে এই আইন পাশ হয়।
জানা যায়, ২০১৫ সালের করাপশন পারসেপশন ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় ১১৭ নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে এই ৫০০০ টাকার নোট বাতিলের সর্বপ্রথম প্রস্তাব এনেছিল বর্তামান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি। কিন্তু এর বিরোধীতা করে শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ। কিন্তু পাকিস্তান সংসদের উচ্চতর কক্ষে বিরোধীদের আসন সংখ্যা বেশি থাকায় সহজেই পাশ হয়ে যায় আইনটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার