রাশিয়ার রাজধানী মস্কোর নিজ বাড়িতে এক কূটনীতিকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত কূটনীতিকের নাম পেতর পলশিকভ (৫৬)। মঙ্গলবার মস্কোর বালাকলাভস্কি প্রসপেক্ট বহুতল ভবনের একটি ফ্ল্যাটে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাতিন আমেরিকার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন পলশিকভ। তবে এই কূটনীতিকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সম্ভাব্য সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। তার শৌচাগারে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।
তবে জানা গেছে, নিহত ওই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে এসেছেন। তবে তিনি সরকারের কোনো বিভাগে ছিলেন না কি না জানা যায়নি। তিনি বলিভিয়ায় রাশিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন।
উল্লেখ্য এই ঘটনার মাত্র একদিন আগেই তুরস্কের আংকারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫