ব্রিটেনের দীর্ঘতম শাসনকালের নজির স্মৃষ্টিকারী রানি দ্বিতীয় এলিজাবেথ স্বেচ্ছায় অবসর নিতে চলেছেন। চলতি বছরে রানি তার নব্বইতম জন্মদিন পালন করেছেন। এই বয়সেও সাবলীল চলাফেরায় অভ্যস্ত রানি বোধহয় এবার বার্ধ্যক্যের কাছে আত্মসমর্থন করতে বাধ্য হলেন।
সম্প্রতি বাকিংহাম প্রাসাদ সূত্রে জানিয়েছে, এবার ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ সাম্রাজ্ঞী। সিংহাসনের পরবর্তী দাবিদার তাঁর ছেলে ৬৭ বছর বয়স্ক যুবরাজ চার্লস।
জানা গিয়েছে, সংবিধানে দেশ শাসনের ক্ষমতায় শীর্ষে থাকলেও বর্তমানে সরাসরি রানির ক্ষমতার অধীনে রয়েছে ২৫টি জাতীয় প্রতিষ্ঠান। চলতি বছরের শেষেই সে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই দায়িত্ব ব্রিটিশ রাজ পরিবারের অন্য সদস্যদের হাতে দেওয়া হবে।
এছাড়া ৬০০-রও বেশি সংস্থার শীর্ষে রয়েছেন রানি। আগামী কয়েক মাসে ক্রমে সে সব দায়িত্বও বর্তাবে রাজ পরিবারের সদস্যদের উপর। শুধু তাই নয়, সেবামূলক কয়েকশো প্রতিষ্ঠান, যার শীর্ষপদ রানি অলংকৃত করেন, তার দায়িত্বও নেবেন রাজ পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭