মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের হার নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটন। হিলারি ক্লিন্টনের হারের জন্য দায়ী করলেন যুক্তরাষ্ট্রের উগ্র শ্বেতাঙ্গদের। তিনি দাবি করলেন, উগ্র শ্বেতাঙ্গদের ভোট হিলারির দিকে আসেনি। আর সেই কারণেই হারতে হয়েছে তাকে।
বিল ক্লিনটন নিজেও এক সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তার সময়কার নির্বাচনে তিনি জিতেছিলেন বিরাট ব্যবধানে। তবে ডোনাল্ড ট্রাম্পের জয়কে মেনে নিতে পারছেন না সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট, ‘ট্রাম্প বিশেষ কিছুই জানে না। শুধু জানে, কীভাবে শ্বেতাঙ্গদের কীভাবে ক্ষেপিয়ে তুলতে হয়। তার জয়ের পেছনে এটাই বড় কারণ।’
বিল ক্লিনটন এফবিআই কেও দায়ী করেছেন হিলারির হারের জন্য। তার মতে, এফবিআইয়ের ভূমিকা মোটেই সন্তোষজনক ছিল না। তাদের অনেকেই ট্রাম্পের হয়েই কাজ করেছে। এমনকি ট্রাম্প রাশিয়ার কিছু হ্যাকারকেও পাশে পেয়েছিল বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১১