আকাশে উড়তে উড়তে বিমানের শৌচাগারের বর্জ্য খালি করলে সংশ্লিষ্ট বিমানসংস্থাগুলিকে বড় অঙ্কের জরিমানা করার নির্দেশ দিল ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। ডিরেক্টর জেনারেল অফ সিভি অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এমন কাজ করে ধরা পড়লে ৫০ হাজার রুপি জরিমানা করতে হবে সেই বিমানসংস্থাকে। সমস্ত বিমানসংস্থা গ্রাউন্ড সার্ভিস সংস্থাকে এই সম্পর্কিত নির্দেশিকা পাঠাতেও ডিজিসিএ-কে বলেছে গ্রিন ট্রাইব্যুনাল।
আদালতে দায়ের করা দেশটির সাবেক এক সেনা কর্মকর্তার জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ জারি করেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। লে. জেনারেল (অব.) সতবন্ত সিং দাহিয়া নামে ওই সেনা আধিকারিকের অভিযোগ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে বিমানে জমে থাকা শৌচাগারের বর্জ্য বসতি এলাকায় ফেলে দিচ্ছে বিমানগুলি। বিষয়টি কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ লঙ্ঘিত হচ্ছে বলেও আদালতকে জানান তিনি।
বিমানের নিচে থাকা একটি ট্যাঙ্কের মধ্যে জমা থাকে ওই বিমানের শৌচাগারের যাবতীয় বর্জ্য। সাধারণত বিমান অবতরণের পর তা পরিষ্কার করে গ্রাউন্ড সার্ভিস সংস্থাগুলি। কিন্তু বিমান দ্রুত পরবর্তী উড়ানের জন্য প্রস্তুত করতে অবতরণের আগেই সেসব বর্জ্য মাঝ আকাশেই ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন স্বতন্তর কুমারের নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ জানায়, 'বিমানবন্দরে অবতরণের সময় বিমানগুলিতে ডিজিসিএ'-এর তরফে সারপ্রাইজ ভিজিট করে দেখা হবে ওই বিমানের ট্যাংক খালি আছে কি না। যদি দেখা যায় বিমানগুলি ডিজিসিএ’-এর নির্দেশ অমান্য করছে অর্থাৎ অবতরণের আগেই যদি দেখা যায় শৌচাগারের ট্যাঙ্কগুলি খালি রয়েছে তবে পরিবেশ দূষিত করার অভিযোগে জরিমানা বাবদ ৫০ হাজার রুপি ধার্য করা হবে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ