ইন্দোনেশিয়ায় আজ বুধবার এক সন্ত্রাসী বিরোধী অভিযানে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ বেশকিছু বোমা উদ্ধার করেছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো মেট্রো টিভিকে বলেন, দেশটির রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরের একটি বাড়িতে সন্ত্রাস বিরোধী কর্মকর্তা ও সন্ত্রাসীদের মধ্যে এ বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তিন জঙ্গি নিহত হয়।’
রিকওয়ান্তো বলেন, অবকাশ যাপনের এই সময়ে কোনো অবকাশ যাপন কেন্দ্রে বোমাগুলো বিস্ফোরণের পরিকল্পনার বিষয়টিও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।
সাউথ তাঙ্গেরাঙ্গে অবস্থিত ওই বাড়ি থেকে কতটি বোমা উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ঘটনায় একজন কথিত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম