ভারতের মহারাষ্ট্রের গোন্ডিয়ায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে দুই নারীসহ কমপক্ষে সাত জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে তিনটা নাগাদ ব্যস্ততম গোরেলাল চক বাজার এলাকার একটি দোকানে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিন্দাল হোটেলে। আগুনে মৃত্যু হয় সাত জনের। দুর্ঘটনার সময় হোটেলটিতে প্রায় ১৫ জন অথিতি ছিলেন বলে জানা গেছে।
আগুনে নিহতদের শরীর এতটাই ঝলসে গেছে যে তাদের এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
গদচিরোলি রেঞ্জের আইজিপি এস.টি. বোড়াকে সাত জনের নিহত হওয়ার খবর জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেতেই বালাঘাট, ভান্ডারা, তমসুর এলাকা থেকে ১৫ টি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন উদ্ধার কাজ চলছে। হোটেলের ভিতর কোন লাশ রয়েছে কি না তা জানতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও খোঁজ চালাচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জেলা কালেক্টর অভিমান্যু কালে এবং পুলিশ সুপার দিলীপ পাটিল ভুজবল ঘটনাস্থলে যান। তবে কীভাবে ওই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ